Doxicap 100 Mg এর কাজ কি - খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া
Doxicap 100 Mg এর কাজ কি এই প্রশ্ন আপনাদের সবার মাথায়
আসে। Doxicap হলো একটি এন্টিবায়োটিক ওষুধ। আর এই
ওষুধটি সংক্রমণ সারাতে ব্যবহার করা হয়ে থাকে। আর আপনারা যারা জানেন
না Doxicap 100 Mg এর কাজ কি।
তারা এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে জানতে পারবেন। Doxicap মূলত ব্যাকটেরিয়া
ধ্বংস করতে সাহায্য করে থাকে। এটি মূত্রনালী, ফুসফুস, চোখ এবং আরো অন্যান্য
সমস্যা নিরাময়ে কাজ করে থাকে। তাছাড়াও মানুষের মুখে ব্রণ কমাতেও সাহায্য
করে।
পেজ সূচিপত্রঃ Doxicap 100 Mg এর কাজ কি
Doxicap 100 Mg এর কাজ কি
Doxicap 100 Mg এর কাজ কি কি রয়েছে এগুলো বিষয়ে অনেকে জানে না। আর
এগুলো বিষয় জানার জন্য ইন্টারনেটে অনেকেই খোঁজাখুঁজি করে থাকে। আর আপনিও
যদি এ বিষয়ে না জেনে থাকেন কোন সমস্যা নেই। কারণ এই আর্টিকেলটি পড়ার
মাধ্যমে আপনারাও জানতে পারবেন এই সকল বিষয় সম্পর্কে। তো চলুন বিস্তারিতভাবে
এই কনটেন্টটি পড়ে জেনে নেওয়া যাক।
Doxicap অলক একটি এন্টিবায়োটিক জীবাণু নাশক ট্যাবলেট। যেহেতু এটি
জীবাণু প্রতিরোধ করা ওষুধ কোষের ভেতরে প্রোটিন উৎপাদনে বাধা প্রদান করে
থাকে। ডক্সিক্যাপ ঔষধের প্রধান উপাদান ডক্সিসাইক্লিন
হাইড্রোক্লোরাইড। আর আপনার শরীরে যদি কোন জীবাণু থেকে থাকে তাহলে আপনি এই
ওষুধ খেতে পারেন। কিন্তু আপনাকে খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ
গ্রহণ করে খেতে হবে।
যতক্ষণ না আপনার শরীরের রোগ ঠিক হয় প্রতিদিন খেয়ে যান। মূলত ৭ থেকে ১০ দিন
খেলে আপনার শরীরের রোগ বা জীবাণু প্রতিরোধ হয়ে যাবে। আর এই ওষুধের দামও
খুবই কম সেজন্য সবাই কিনতে পারবে। আর এই ওষুধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই
আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
আরো পড়ুনঃ
রোমানিয়া সর্বনিম্ন বেতন কত ২০২৫
ডক্সিকাপ এন্টিবায়োটিক ওষুধটি যে সকল রোগের ক্ষেত্রে কাজ করে তা হলঃ
- ডায়রিয়ার ক্ষেত্রে এটি কাজ করে।
- বিভিন্ন ধরনের নিউমোনিয়া রোগে।
- ইনফ্লুয়েঞ্জা রোগের ক্ষেত্রে।
- সাইনোসাইটিস এর চিকিৎসায়।
- বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রো গে।
- ফোড়া ও গনোরিয়া হলে।
- রিকেটসিয়াল পক্স হলে।
- গলা ব্যথা করলে।
- ঠান্ডা জনিত বিভিন্ন ধরনের রোগে।
- ব্রণ বের হলে।
- চোখ দিয়ে পানি পড়লে।
মূলত এগুলো রোগ প্রতিরোধ করে থাকে। এই ওষুধ খাবার ফলে আপনার এগুলোর রোগ ভালো
হবে, আর ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে
হবে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়ে বিস্তারিত ভাবে।
Doxicap খাওয়ার সঠিক পরিমাপ
Doxicap খাওয়ার সঠিক পরিমাপ সম্পর্কে অনেকেরই অজানা রয়েছে। আর আপনি
যদি এগুলো বিষয় না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে জানতে পারবেন
তো চলুন জেনে নেওয়া যাক এই আর্টিকেলটি পড়ার। মূলত এই ওষুধটি ব্যাকটেরিয়া
এবং রজীবী ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রমণ নিরাময় করতে ব্যবহৃত হয়ে
থাকে। আর এই ওষুধটি প্রতিদিন ১০০ মিলিগ্রামে নেয়া উচিত।
আর মূলত প্রতি ছয় ঘণ্টায় 500 মিলিগ্রাম সর্বোচ্চ নেওয়া যেতে
পারে। আর প্রতিটি ওষুধ খাওয়াতে কিছু নিয়ম রয়েছে। তাই আপনাকে এই
ওষুধটি খাবার পড়বে এই ওষুধ খাবার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে হবে
ডাক্তারের কাছে থেকে। যেকোনো ধরনের ওষুধ খাওয়া যেমন নিয়ম রয়েছে ঠিক
তেমনি ডক্সিক্যাপ খাওয়ার নিয়ম রয়েছে।
ডক্সিক্যাপ ঔষধ খাওয়ার নিয়ম গুলোর নিম্নরূপ হলঃ
- বিভিন্ন শরীরে রোগ নিরাময়ের জন্য ডক্সিক্যাপ ওষুধ অনেক উপকারই।
- ডক্সিক্যাপ ঔষধ সাধারণত দিনে ২ বার খাওয়া যায়।
- ডক্সিক্যাপ ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই পেট ভরে পর্যাপ্ত খাবার খেতে হবে।
- এটি প্রতিদিন সকাল ও রাতের বেলা করে খেতে হয়।
- তবে খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- প্রথম ডোজে ২০০ মিলিগ্রাম ওষুধ সেবন করতে হবে।
- এরপর রোগ ভালো না হলে ৭ থেকে ১০ দিন দৈনিক ১০০ মিলিগ্রাম গ্রহন করতে হবে।
- এর বেশি ওষুধের প্রয়োজন হলে ডক্টরের পরামর্শ নিতে হবে।
Doxicap কিভাবে কাজ করে
Doxicap কিভাবে কাজ করে এগুলো প্রশ্ন অনেকেই করে
থাকে। কারণ Doxicap কিভাবে কাজ করে এগুলো বিষয় অনেকে জানে
না। এগুলো বিষয় জানার জন্যই ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকে। আর আপনিও
যদি কোন বিষয় না জেনে থাকেন তাহলে কোন সমস্যা নেই। কারণ এই আর্টিকেলটি
পড়ার মাধ্যমে আপনি এগুলো সমস্ত বিষয়ে জানতে পারবেন তো চলুন জেনে নেওয়া
যাক।
ডাইসাইক্লিক হাইড্রোক্লোরাইড এর অ্যান্টিবায়োটিক ঔষধ টি মূলত ব্যাকটেরিয়ার
সংক্রমণ ক্ষমতাকে রোধ করে এবং প্রতিরোধ করে থাকে। ক্সিসাইক্লিন
হাইড্রোক্লোরাইড ওষুধটি হলো আধা টেটাসাইক্লিন অ্যান্টিবায়োটিক। বে কিছু
ব্যতিক্রমী রয়েছে যেগুলো এর বিরুদ্ধে কাজ করে না সেগুলো হলঃ কো- পটিয়াস
মিরাবিলিস ক্লেবি সিলার এবং কয়েকটি গ্রাম নেগেটিভ স্টন।
তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া গুলো ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশ মধ্যে ডক্সি
সাইটোলিন এর সংবিধানশীলতা বেশি কাজ করে। ত্বকের সংবেদনশীলতার ক্ষেত্রে বেশি
ভূমিকা পালন করেন। ক্সিক্যাপ ঔষুধ দিন মূল কাজ হলো দেহের জীবাণুগুলোকে ধ্বংস
করে ফেলা। সেজন্য এই ওষুধটি বেশি ব্যবহৃত হয় এবং দাম কম হওয়ার কারণে মানুষ বেশি
ব্যবহার করে। কারণ এর কোন ক্ষতিকর দিক নেই।
আর এই ওষুধটি ব্যবহার করার পূর্বে আপনাকে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ
নেওয়া উচিত। কারণ তারাই আপনাকে নির্দেশনা দিবে আপনার এই ওষুধটি ব্যবহার করা
যাবে কিনা। আশা করি বুঝতে পেরেছেন।
শিশুদের Doxicap খাওয়া যাবে কিনা
শিশুদের Doxicap খাওয়া যাবে কিনা এগুলো বিষয়ে অনেকে জানতে চাই। আর
এগুলো বিষয়ে জানা খুবই প্রয়োজন কারণ এগুলো বিষয়ে জানার ফলে আপনার অনেক জ্ঞান
বৃদ্ধি পাবে। শিশুদের Doxicap ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে
ডাক্তারের পরামর্শ গ্রহণ করে খাওয়ানো উচিত হবে। তো চলুন জেনে নেই এই বিষয়ে
বিস্তারিতভাবে এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে।
মূলত সব ওষুধ খাওয়ারই কিছু নিয়ম আছে বয়সের দিক বিবেচনা করে। শিশুদের
Doxicap খাওয়া যাবে কিনা এই বিষয়ে জেনে নিয়ে চলুন। শিশুদের ক্ষেত্রে
ডক্সিক্যাপ ওষুধটি খাওয়া যাবে তবে শিশুর বয়স ওজন সবকিছু বিবেচনা করে ঔষধ
খাওয়াতে হবে। আমার মূলত ছোট শিশুদের ঠান্ডা প্রায় সকল সময় লেগে থাকে
তাই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এই ওষুধ খাওয়ানো উচিত হবে।
আরো পড়ুনঃ
বাংলাদেশ থেকে সিকিম যাবো কিভাবে
শিশুকে এই ওষুধ দেওয়া যাবে কিন্তু তার বয়স ও ওজনের দিক বিবেচনা করে ডাক্তারের
পরামর্শ নিয়ে ওষুধ দেওয়া উচিত হবে। সিরাপ ট্যাবলেট সাপোজিটার যাই হোক না
কেন সবকিছুই ওজনের ওপর নির্ভর করবে।
গর্ভাবস্থায় Doxicap খাওয়া যাবে কিনা
গর্ভাবস্থায় Doxicap খাওয়া যাবে কিনা এ বিষয়ে অনেকেরই অজানা
রয়েছে। আর এই বিষয়ে জানার জন্য অনেকে ইন্টারনেটে খোঁজাখুঁজি করে
থাকে। আর এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কারণ গর্ভাবস্থায় আপনি যেগুলো জিনিস
খান না কেন তা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে খাওয়া উচিত হবে। এ সময় আপনি
এগুলো ট্যাবলেট খাবার করবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
কারণ এটি একটি খুব গুরুত্বপূর্ণ সময় একজন মা তার সন্তানের যত্ন নেবে যাতে তার
সন্তান সুস্থ ভাবে জন্মগ্রহণ করে। গর্ভাবস্থায় সময় আপনাকে আপনার শিশু
সন্তানের যত্ন নিতে হবে। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনি কোন
কিছু খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। কারন এই সময়
গর্ভবতী মহিলার অনেক যত্ন নিতে হয়।
আর এটি খুব গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে তার অনেক টেনশন ফিল হয়। তার
খাওয়ার অরুচি হয়ে যায়, ও বমি বমি ভাব হয়। তাকে সব সময় ভালো খেতে
হবে কিন্তু ডাক্তারের পরামর্শ গ্রহণ করে। কারণ ডাক্তারের পরামর্শ না নিলে
তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য গর্ভাবস্থায় আপনি যা কিছু খান না
কেন তা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে খেতে হবে আশা করি বুঝতে পেরেছেন।
Doxicap কিসের ঔষধ
Doxicap কিসের ঔষধ এগুলো বিষয়ে অনেকে জানে না। আর এগুলো বিষয় জানার
জন্য প্রতীক দিন অনেক মানুষ ইন্টারনেটের খোঁজাখুঁজি করে থাকে। সাধারণত আমরা
যেকোনো রোগ বা সমস্যার সম্মুখীন হলে ওষুধ সেবন করে ডাক্তারের পরামর্শ গ্রহণ
করে। মূলত যেকোন ওষুধ খাবার করবে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে
খাওয়া উচিত হবে।
আর যদি ডাক্তারের পরামর্শ গ্রহণ না করে ওষুধ হয় তাহলে আমাদের ঝুঁকি হতে পারে
যেমন মৃত্যুও হতে পারে। সেই জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধ খাওয়া
উচিত জেনে নিয়ে আমরা, যে Doxicap কিসের ঔষধ তা সম্পর্কে একদম
বিস্তারিত ভাবে।
রেসপীরেটরি ট্রাক্ট ইনফেকশনঃ এটি নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, সাইনোসাইটি্শ,
ব্রংকাইটিস, টনসিলাইটীশ।
গ্যাসটোইনটেস্টাইনাল ইনফেকশনঃ কলেরা, ট্রাভেলার্স, ট্রাভেলার্স, ডায়রিয়া,
শীগেলা, পেটে ব্যথা এবং তীব্র অন্ত্র।
যৌনরোগ সমস্যাইঃ জটিল মূত্রনালী, এন্ড সারভিকাল, মালদারে সংক্রমণ, গনোরিয়া রোগ,
পেলভিক প্রদাহ জনিত রোগ, সিফিলিস, সিস্টাইটীশ ইত্যাদি রোগে ডক্সিক্যাপ ওষুধটি
সেবন করা হয়।
মূলত এগুলো রোগ হলে এই ওষুধটি মানুষকে খেয়ে থাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ
করে। তাছাড়াও মানুষের মুখে যে ব্রণ বের হয়। এই ওষুধ খাবার ফলে ব্রণ
ভালো হয়। তবে আপনার যদি এরকম কোন সমস্যা থাকে তাহলে আপনি এই ওষুধ খাবার
পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। আশা করি এই বিষয়ে বিস্তারিত
বুঝতে পেরেছেন।
Doxicap খাওয়ার নিয়ম
Doxicap খাওয়ার নিয়ম রয়েছে তা আমরা অনেকে জানিনা। আর আপনি যদি এ
বিষয়ে না জেনে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ আমরা এই আর্টিকেলে
আলোচনা করব Doxicap খাওয়ার নিয়ম সম্পর্কে তো চলুন জেনে নেওয়া
যাক, বিস্তারিতভাবে।
মূলত প্রতিটি ওষুধ খাওয়ারই কিছু নিয়ম রয়েছে। সেগুলো নিয়ম নীতি মেনে আমরা
ওষুধ সেবন করে থাকি। Doxicap খাওয়ার নিয়ম ও কিছু নিয়ম
রয়েছে, মূলত সেগুলো আমাদের জানতে হবে তো চলুন জেনে নেওয়া
যাক। প্রাপ্তবয়স্ক যেকোন মানুষ Doxicap 100 mg ওষুধ খেতে পারবে। আর কি
ওষুধটি দিনে দুইবার অর্থাৎ সকালে ও রাতে খেতে পারবে Doxicap 100 mg।
এভাবে ৭-১০ দিন এই ওষুধ খেতে হবে। এছাড়া শারীরিক পরিস্থিতি অনুযায়ী ডোজ কমবেশি
হতে পারে। তবে আপনার যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে এই ওষুধ খেতে পারেন
কিন্তু, এই ওষুধ খাবার পরবে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে
তারপর বা এই ওষুধ সেবন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন বিস্তারিত ভাবে।
doxicap ক্যাপসুলের উপকারিতা
doxicap ক্যাপসুলের উপকারিতা কি কি রয়েছে এগুলো বিষয়ে আপনাদের জানা খুবই
প্রয়োজন। কারণ আপনি একটি জিনিস খাবেন সে জিনিস খাওয়ার ফলে আপনার শরীরের
উন্নতি ঘটবে বা ক্ষতি এগুলো বিষয়ে আপনাকে জানতে হবে। আর আপনি যে কোন জিনিস
খাবার করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে পাবেন, তো চলুন জেনে নেই
doxicap ক্যাপসুলের উপকারিতা রয়েছে।
ডক্সিক্যাপ ক্যাপসুল এর উপকারিতা গুলো হলঃ
এটি দেহের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।
ব্যাকটেরিয়া কোষের ভেতরের প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয়।
দেহের রোগবালাই দ্রুত দূর করতে বেশি সক্ষম।
এটি মাইক্রোপ্লাজমা যুক্ত।
গ্রাম নেগেটিভ।
গ্রাম পজিটিভ।
মাইক্রো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।
গনোরিয়া রোগে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
doxicap ক্যাপসুল এর দাম
doxicap ক্যাপসুল এর দাম কত টাকা এগুলো বিষয়ে আমাদের অনেকেরই অজানা
রয়েছে। আর আমরা এই ওষুধের দাম সম্পর্কে জানার জন্য
ইন্টারনেটে খোঁজাখুঁজি করে থাকি। আর আপনিও যদি এ বিষয়ে না জেনে থাকেন
তাহলে এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে জানতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক।
doxicap ১০০ মিলিগ্রাম এবং ৫০ মিলিগ্রাম ক্যাপসুল এর দাম নিম্নরূপঃ
doxicap ১০০ মিলিগ্রাম এর দামঃ
ইউনিট মূল্যঃ ২.২০ (১০ x ১০=২২০.০০)
স্তিপ মূল্যঃ ২২ টাকা।
doxicap ৫০ মিলিগ্রাম এর দামঃ
ইউনিক মূল্যঃ ১.৪২ (৫ x ১০=৭১.০০)
স্তিপ মূল্যঃ ১৪.২০ টাকা।
শেষ কথাঃ Doxicap 100 Mg এর কাজ কি
Doxicap 100 Mg এর কাজ কি এগুলো প্রশ্ন অনেকে করে থাকেন। আর আমি এই
আর্টিকেলে এই সমস্ত কথা বলে গিয়েছি। আপনি যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়েন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো আমি আশা করি আপনি এই আর্টিকেলটি
পড়েছেন বুঝতেও পেরেছেন। এই আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন
তাহলে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ।
এসআর এটুজেড এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;
comment url